৭২ স্থান হতে আতশবাজি প্রদর্শন করবে বরিশাল আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মাহানগর আওয়ামী লীগের পক্ষ থেক্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের সদ্ধান্ত গৃহীত হয়।
গত বৃহষ্পতিবার রাতে নগরের কালিবাড়ি সড়কের সেরনিয়াবত ভবনে অনুষ্ঠিত জেলা ও মহানগরের প্রস্তুতি সভায় ওইসব কর্মসূচি গ্রহণ করা হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পারেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও বরিশাল সিটি কর্পোরেশন এর দলীয় কাউন্সিলর বৃন্দ বক্তৃতা করেন।
প্রস্তুতি সভায় আগামী ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে নিম্ন লিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচির মধ্যে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর এর ৩০টি ওয়ার্ডে ৩০টি দলীয় স্থায়ী কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।
২৩ শে জুন প্রথম প্রহরে (১২.০১) মিনিটে একযোগে ৭২টি স্থান হতে বর্ণিল আতশবাজি প্রদর্শনী করা হবে। এরপর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এর দলীয় স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
২৩ শে জুন সকাল ৬টায় বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন।
২৩ শে জুন বরিশাল মহানগর এর ৩০ টি ওয়ার্ড ও দলীয় সকল কাউন্সিলর কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২ ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার।
২৩ শে জুন বিকাল ৩ টায় বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সকল শহীদ ও বাংলাদেশ আওয়ামী লীগ এর মৃত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত।
২২ শে জুন থেকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়, মহানগরীর ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ এর কার্যালয় এবং দলীয় সকল কাউন্সিলদের কার্যালয় আলোকসজ্জা।
বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি ৭২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ২৪ জুন বিকাল ৩ ঘটিকায় বরিশাল বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রে বরিশাল সিটি করপোরেশন এর মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বৃক্ষরোপন কার্যক্রম এর শুভ সূচনা করবেন।